রুপন দত্ত –খুলছে বঙ্গবন্ধু টানেলের নতুন স্বপ্ন দুয়ার, টানেলকে ঘিরে পুরো চট্টগ্রাম জুড়ে বয়ছে উৎসবের আমেজ। ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই মেতেছে টানেল উৎসব। বঙ্গবন্ধু টানেল উদ্বোধনকে মাসখানেক আগে থেকে চট্টগ্রামের আনোয়ারায় চলছে সাজসজ্জার খেলা। এরই ধারাবাহিকতায় আনোয়ারা-কর্ণফুলীর অন্যতম সামাজিক সংগঠন স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে ডাক-ঢোল পিটিয়ে টানেল পাড়ায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে টানেল সংযোগ সড়কের মুখ পর্যন্ত এই র্যালি অনুষ্ঠিত হয়। এসময় হলুদ রঙের গেঞ্জি পড়ে ব্যানার, ফেস্টুন, বেলুন নিয়ে ডাক-ঢোল পিটিয়ে টানেল উৎসবে মেতে উঠে তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
এসময় সংগঠনের সভাপতি ফরহাদুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাহিদ হাসান হৃদয়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাংবাদিক এম এ সবুর, কাঞ্চন সুশীল, আনোয়ারার প্রবীণ সাংবাদিক এম আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন শাহ্, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে প্রধান পৃষ্ঠপোষক তৌহিদুল হক চৌধুরী বলেন, দলমত নির্বিশেষে বঙ্গবন্ধু টানেল সকলের জন্য গর্বের এবং অহংকারের বিষয়। তাই সবাইকে টানেল উৎসবে শামিল হতে হবে।
Discussion about this post