অধিকার ডেক্স :
মা নাই গৃহে যার সংসার অরণ্য তার,ঠিক তারই বাস্তব রুপ নিয়ে পটিয়া থানাধীন বটতল চাপড়া আচার্য্য পাড়া এই সনাতনী বোনের।জন্মের ৪/৫বছরের মাথায় হারিয়েছে জন্মদাতা মা কে,সংসারে নাই ও আর্থিক সচ্ছলতা।এই মাতৃহারা সনাতনী বোনের পিতার সাথে কথা বলে জানা যাই,আগামী ২৬/১০/২০২৩ রোজ বৃহস্পতিবার মেয়ের বিবাহের নির্ধারন করা হয়।কিন্তু আর্থিক সচ্ছলতা না থাকায় মেয়ের বিয়ে দিতে
ক্ষিমশিম খাচ্ছে অসহায় ক্ষত দরিদ্র পিতা।এইসব জানতে পেরে ২২/১০/২০২৩ রোজ রবিবার বিয়ের জন্য লেপ তোষক,বালিস বেড সিট ও রান্নার প্রয়োজনীয় হারী পাতিল অসহায় ক্ষত দরিদ্র পিতার হাতে তোলে দেন পথের ফুল গ্রুপ। উক্ত সময় উপস্হিত ছিলেন পথের ফুল গ্রুপের এডমিন সুজন আচার্য্য ও পথের ফুল গ্রুপের সদস্য সেতু বৈদ্য,তমা চক্রবর্তী।
এসময় পথের ফুল গ্রুপের সারথীদের সাথে কথা বললে,উনারা জানান অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ৫ টি মৌলিক অধিকার নিয়েই, আমাদের এই পথচলা সদা অক্ষুণ্ণ রইবে।
Discussion about this post