নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে৫০জন গরিব দুস্থদের মাঝে শারদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
২২অক্টোবর রবিবার সকালে নগরীর ভাটিখানা শ্রী শ্রী জগৎবন্ধু মন্দিরে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ বরিশাল জেলা কমিটির সভাপতি পলাশ চন্দ্র দাস এর। সভাপতিত্বে আয়োজনে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী নারায়ণ চন্দ্র বালা।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘের ১নং উপদেষ্টা সঞ্জীব চন্দ্র, ২নং উপদেষ্টা সঞ্জীব কুমার সোম,৩ নং উপদেষ্টা অনিরুদ্ধ মিত্র। সহসভাপতি দেবু বৈষ্ণব,ভারপাপ্ত সাধারণ সম্পাদক সজিব ঘোষ। প্রচার সম্পাদক কিশোর বিশ্বাস,কর্মসূচি পরিকল্পনা সম্পাদক চয়ন রায়। রাজিব বিশ্বাস,সদস্য কমল হাওলাদার, জয়ান্ত রায়,প্রদিপ দাস সহ কমিটির সকল সদস্যবৃন্দরা। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নগরীর গরিব- অসহায় সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ বরিশাল জেলা কমিটি উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সভাপতি পলাশ চন্দ্র দাস বলেন,পুজা সকলের জীবনেই আনন্দ বয়ে আনে না।
অসহায় দরিদ্র সনাতনীদের জন্য পুজা মানে দুর্বিষহ কয়েকটি দিন। অনেক পরিবার আছেন ছেলেমেয়েদের জামা কাপড়ের ব্যবস্থা করতে পারলেও নিজদের টা কিনতে পারেন না অর্থ সংকটের কারণে। সেই সকল দরিদ্র, অসহায় সনাতনীদের হাতে পুজার উপহার সামগ্রী তুলে দেবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ বরিশাল জেলা কমিটির সদস্যবৃন্দুরা। সকল সনাতনীর সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে পথ চলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ। এভাবেই মানবতার সেবায় সদাসর্বদা সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ।
Discussion about this post