এম. সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া :
চট্টগ্রাম জেলার অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন লোহাগাড়া সমিতি চট্টগ্রাম’র স্থায়ী কার্যালয় উদ্বোধন, অভিষেক ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম কাজীর দেউরী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া সমিতি চট্টগ্রাম এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শফিক উদ্দিন। সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন, দপ্তর সম্পাদক ফৌজুল কবির ফজলু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সোলাইমান কাসেমী ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন মিনহাজের যৌথ সঞ্চলনায় অভিষেক ও মিলন মেলার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ ( সাতকানিয়া- লোহাগাড়া) সাংসদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও লোহাগাড়া সমিতি চট্টগ্রাম’র প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর এর পরিচালক ( উপসচিব) কাজী নাজিমুল ইসলাম, চট্টগ্রাম আদালত পুলিশ পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোসামুদ্দিন, লোহাগাড়া সমিতি চট্টগ্রাম সহ সভাপতি ও অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটি আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি যথাক্রমে এস এম মখছুদুল হক চৌধুরী, ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও সহসভাপতি এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহসভাপতি আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, তরুণ শিল্পপতি ফোরকান উল্লাহ চৌধুরী, নুর মুহাম্মদ শহিদুল্লাহ, মোহাম্মদ হারুন আর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক যথাক্রমে সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, মোহাম্মদ শহিদুল ইসলাম, সাজ্জাদ হোসাইন মিনহাজ, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সহ অর্থ সম্পাদক ইয়াছিন আরফাত, চট্টগ্রাম বিক্সস ফিল্ড মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং সমতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছরওয়ার কোম্পানি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তৌহিদুল ইসলাম চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সোলাইমান কাসেমী, দপ্তর সম্পাদক ফৌজুল কবির ফজলু, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এরফানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ছালেহা বেগম, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা মহি উদ্দিন মাহবুব, সমাজ কল্যান সম্পাদক নুরুল আলম,কার্যনিবাহী সদস্য যথাক্রমে মাহফুজুর রহমান চৌধুরী, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ তাজুল ইসলাম, সৈয়দ নুর, সাইদুল আলম সাঈদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্য ও সাধারণ সদস্য সহ শিক্ষক, রাজনীতিবিদ , ব্যবসায়ী, সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা স্মারক, সার্টিপিকেট ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। পরিশেষে আপ্যায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠান স্থল যেন চট্টগ্রাম শহরে একখন্ড লোহাগাড়ায় পরিণত হয়।
Discussion about this post