রুপন দত্ত – আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির আয়োজনে প্রীতি অনুর্ধধ-১৪ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সকালে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রিকেট একাডেমি এবং বেসিক ক্রিকেট একাডেমির মধ্যকার এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।ম্যাচের উদ্বোধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ও একাডেমির উপদেষ্টা চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ্’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির ম্যানেজার সুমন শাহ্ প্রমুখ।
খেলায় আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমি ৬৬ রানে চট্টগ্রাম বেসিক ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। ৩৬ বলে ৫৬ রান বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মিনহাজ। ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার তুলে দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।
Discussion about this post