শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আজ মুক্তি পাচ্ছে নাট্যকার গোবিন্দ দত্ত এর পূজার শর্ট ফিল্ম মায়ের আশীর্বাদ। দুষ্ট মিষ্টি প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে বলে জানান নাট্যকার গোবিন্দ দত্ত। নাটকটিতে দুটি অসম প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। যেখানে মায়ের আশীর্বাদে দুটি জীবনের মিলন দেখানো হয়েছে। নাটকটি প্রযোজনা ও রচনা করেছেন অভিনেতা গোবিন্দ দত্ত, পরিচালনায় এম ডি কামাল,পরিবেশনায় পজেটিভ এন্টারটেইনমেন্ট, ক্যামেরায় মিরাজ। নাটকটি চট্টগ্রামের সিআরবির বিভিন্ন লোকেশনে শ্যুটিং করা হয়েছে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন
গোবিন্দ দত্ত, এমডি কামাল,মিরাজ, আরিফ, প্রিয়া ধর,শ্রাবণী, তৃষা,শিশু শিল্পী ইয়ানা দাশগুপ্ত পিউ,ত্রিধা পাল মানসহ আরো অনেকে।
Discussion about this post