আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার:লালমনিরহাটের কুলাঘাট ইউপির, কুলাঘাট(বারোহাত কালিরপাঠ) গ্রামের শ্রী জলধর বিশ্বাসের স্ত্রী শ্রীমতি চন্দনা দাস (২১) কে গত (১৩ অক্টোবর ২০২৩) সন্ধ্যা ০৭.৩০ মিনিট সময়ে জোর পূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। তবে রাজনৈতিক চাপে বাড়িছাড়া ছিলেন ভুক্তভোগীর পরিবার। তাই বিষয়টি জানাজানি হয় গত (১৮ অক্টোবর ২০২৩) বুধবারে।বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান এজাহার ও ঘটনা সুত্রে জানা যায় , দীর্ঘ দিন থেকে ছাত্রলীগ নেতা সবুজ তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় সে ভিন্ন কৌশল অবলম্বন করে। তার স্বামী স্থানীয় কুলাঘাট বাজারে মাছের ব্যবসা করে রাতে বাজার থেকে ফেরার পথে তাকে মেরে ফেলার হুমকি দেয় ছাত্রলীগ নেতা। কিন্তু এতেও কুপ্রস্তাবে রাজি না হলে সুযোগের সন্ধানে থাকে ওই ছাত্রলীগ নেতা। পরবর্তীতে ঘটনার দিন উক্ত সময়ে স্বামী বাড়ীতে না থাকার সুযোগে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে গৃহবধূকে। তখন গৃহবধূর আত্মচিৎকারে স্থানীয় লোকজন আগাইয়া আসিলে। এসময় যুবলীগ নেতা পালিয়ে যাওয়ার চেষ্টা কালে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে খবর পেয়ে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা দল বেঁধে এসে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়ে যায়।গৃহবধূর স্বামী জানান, আমার স্ত্রীর সাথে বিভিন্ন নম্বর দিয়ে কথা বলে কুপ্রস্তাব দিতো। এতে রাজি না হওয়ায় বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করেছে। পরে আমাকে টাকা নিয়ে মিমাংসা করার চাপ দেয় ছাত্রলীগ নেতা সবুজের লোকজন। এতে রাজি না হলে তারা আমাদের ৩দিন বাড়ি থেকে বের হতে দেয়নি। পরে সোমবার বিকালে ৩টি ১০০টাকার ফাকা স্টাম্পে আমাদের সই নিয়ে নিজ বাড়ি থেকে বের করে দেয়। পরে কুড়িগ্রামে শ্বশুরবাড়ি গিয়ে আশ্রয় নেই।
পরবর্তীতে ভিকটিম চন্দনা দাস (২১) গত (১৮ অক্টোবর ২০২৩)সে কুড়িগ্রাম থেকে লালমনিরহাট সদর থানায় এসে বাদী হয়ে ছাত্রলীগ নেতা সবুজসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন মামলা নং ২৬ ।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা, সোলায়মান আলী সবুজ, উপজেলার কুলাঘাট গ্রামের, সফিকুল ইসলামের পুত্র এবং স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বি ডি এম ডাব্লুর সভাপতি, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ভিকটিম বাদী হয়ে মামলা দায়ের করেছে, মামলা রেকর্ড করা হয়েছে, আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।বি ডি এম ডাব্লুর সভাপতি এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
Discussion about this post