রুপন দত্ত : আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল উদ্ভোধন এর পর দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে অনুষ্ঠিত হবে এক বিশাল জনসভা। আর এই জনসভাকে ঘিরেই আনোয়ারায় চলছে সাজ সাজ রব। উৎফুল্ল নেতাকর্মীরা। তেমনি আরো একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করবে টানেল যুগে।
টানেল উদ্বোধনের পর আনোয়ারা প্রান্তে কেইপিজেড মাঠে অনুষ্ঠিত হবে জনসভা। এই সভায় ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চলছে জোর প্রস্তুতি। স্থানীয় সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ জনসভা সফল করতে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। গতকাল শুক্রবার বেলা দুইটায় ভূমিমন্ত্রী সরেজমিনে জনসভার মাঠ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী, কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শাহজাহান, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি আনোয়ার হোসেন, চেয়ারম্যান নোয়াব আলী, চেয়ারম্যান এম এ কাইছুম শাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীন, সগীর আজাদ, আবদুল মালেক ও ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এডভোকেট ইমরান হোসেন বাবু।
Discussion about this post