রুপন দত্ত –আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী পূজা মন্ডপ দক্ষিণ আনোয়ারা সেবা সংঘের ৫০ বছর পূর্তী উপলক্ষে আলোচনা সভা, কৃতি সন্তান সম্মাননা, স্মরণিকার মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ক্লাবের সভাপতি প্রবীর মিত্রের সভাপতিত্বে মিটন দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : ইশতিয়াক ইমন। বিশেষ অতিথি ছিলেন ৭ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, তরুন আচার্য্য প্রমুখ।
অনুষ্ঠানে ৫ জন কৃতি সন্তানকে তাদের নিজ নিজ কৃতিত্বের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ৫০বছর পূর্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য, আনোয়ারা উপজেলায় এই সেবা সংঘ প্রথম থিম পূজা প্রচলনের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার চেষ্টা করে, তারই ধারাবাহিকতায় তাদের এবারের থিম ” স্বর্গাদপী গরিয়সি “।
Discussion about this post