অধিকার ডেক্স : হোপ বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশন ও পথের ফুল গ্রুপের উদ্দেগ্যে চট্টগ্রামের বোয়ালখালী উত্তর ভূর্ষি শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের দেবশিশুদের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় ও শারদ বস্ত্র বিতরন করা হয়েছে। আজ শুক্রবার সকালে মন্দির প্রাঙ্গণে এসব কর্মসূচির উদ্ভোধন ও মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন বোয়ালখালী অদ্বৈতনন্দ ঋর্ষিমঠ ও মিশনের অধ্যাক্ষ দ্বীপানন্দ পুরী ব্রম্মাচারী, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পথের ফুল গ্রুপের উপদেষ্টা মানবাধিকার কর্মী বিজয় কৃষ্ণ শীল,প্রধান বক্তা হিসাবে ছিলেন নিউজ ২১ এর জেলা প্রতিনিধি ও আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, ,মহান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও দৈনিক ভোরের আকাশের সিনিয়র রিপোর্টার সাংবাদিক শিপংকর শীল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানু মজুমদার,ধর্মীয় বক্তা সুধমা দাশ সুজন, ঝোটন নন্দী,স্বাগত বক্তব্য রাখেন পথের ফুল গ্রুপের এডমিন সুজন আচার্য্য , রনি বিশ্বাস তমা চক্রবর্তী, সুমন নাথ, সেতু বদ্য,স্মৃতি বৈষ্ণব,শয়ন ঘোষ,অভি চৌধুরী, অঞ্জয় শীল আদিত্য,বাসু শীল,জয় দেব নাথ প্রমুখ।
Discussion about this post