রুপন দত্ত –চট্টগ্রামের আনোয়ারায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে “শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এই শ্লোগান কে সামনে রেখে আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা চত্তরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। পরে সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিনের সভাপত্বিতে ও আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বক্তব্য রাখেন
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ,মুক্তিযুদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত)আবদুল মান্নান,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়া। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী ও সাংবাদিক সহ বিভিন্ন এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
Discussion about this post