আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার:
দিনাজপুরে ঘোড়াঘাটে উপজেলা অডিটরিয়ামে আজ (১৭ অক্টোবর ২০২৩) দুপুরে সুবিধা ভোগিদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক, ১১, দিনাজপুর ৬ ও সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা (এসিল্যান্ড)মোঃ মাহমুদুল হাসান, উপস্থিত ছিলেন উপজেলার ৪ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভট্টু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজার হাজার সমাধান জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় এমপি শিবলী সাদিক, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ, সকলে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষে ৩১ জন সুবিধা ভোগিদের মাঝে, প্রতি জনকে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করেন ও উপজেলার প্রতিটি দূর্গা মন্দিরে নগদ পাঁচ হাজার টাকা করে প্রদান করেন।সুবিধা ভোগিরা হলেন, ক্যান্সার, কিডনি ,লিভার,সিরোসিন, স্ট্রকে প্যারালাইজড, জন্ম গত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া, আক্রান্ত রোগীদের মাঝে এই চেক বিতরণ করা হয়।আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় ঘোড়াঘাট, দিনাজপুর।
Discussion about this post