মোহাম্মদ ওমরফারুক- চন্দনাইশ :
‘সাপ’ শব্দটি শুনলেই যেখানে মানুষ ভয়ে আঁতকে ওঠেন, সেখানে ব্যতিক্রম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার প্রিয় বৈধ্য। লোকালয়ে আসা বিপদগ্রস্ত সাপের খোঁজ পেলেই তিনি উদ্ধার করেন। সাপপ্রেমী এই মানুষটির বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৪ নং বরকল ইউনিয়নের ৯নং ওয়াড কুলাল ডাঙ্গা এলাকায় প্রায় ১৬ বছর ধরে স্বেচ্ছাশ্রমে সাপ উদ্ধারে কাজ করছেন প্রিয় বৈধ্য।
এ পর্যন্ত প্রায় ৫৫০টিরও বেশি বিপদাপন্ন সাপ উদ্ধার করে বনে ছেড়ে দিয়েছেন তিনি।
আলাপচারিতায় প্রিয় বৈধ বলেন, ছোটবেলা থেকেই বন্যপ্রাণীদের প্রতি ভালোবাসা ছিল তার। তখন থেকেই ডিসকভারি চ্যানেলে সাপ রেসকিউ দেখতেন প্রিয় বৈধ্য। এক পর্যায়ে নিজের আগ্রহে থেকে লাঠির সাহায্যে সাপ রেসকিউ করতে শুরু করেন।প্রথম সাপ উদ্ধারের ঘটনা বলতে গিয়ে প্রিয় বৈধ্য বলেন, তখন তিনি ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। একটি সাপ নিয়ে পাশের বাড়িতে খুব হইচই হচ্ছিল। স্থানীয়রা সেটিকে মেরে ফেলার উদ্যোগ নিয়েছিল। কিন্তু তিনি গ্রামবাসীকে অনুরোধ করেন যেন সাপটি না মারা হয়। পরে লাঠির সাহায্যে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন। এটি ছিল তার প্রথম রেসকিউ। এরকম আরও কয়েকটি সাপ উদ্ধারের পর থেকেই স্থানীয়দের কাছে তিনি সাপ উদ্ধারকারী হিসেবে পরিচিত হয়ে ওঠেন।
Discussion about this post