আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার:গা
জীপুরের জয়দেবপুরে বাড়ীয়া গ্রামের লক্ষ্মীকান্ত সরকারের পুত্র রাজিব সরকারের স্ত্রী মনিষা সরকার (২১)কে গত (২৪ সেপ্টেম্বর ২০২৩) দুপুর অনুমান ১২.০০ মিনিট সময়ে তাঁর বসত বাড়ীর উত্তর পার্শ্বে রাস্তার উপর থেকে অপহরণ করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান এজাহার ও ঘটনা সুত্রে জানা যায়, মিরাজুল ইসলাম, মনিষা সরকারকে বিভিন্নভাবে উত্যক্ত করিয়া তাহাকে খারাপ প্রস্তাব দিত, মনিষা উক্ত প্রস্তাবে রাজী না হইলে মিরাজুল তাহার সহযোগীদেরকে সাথে নিয়ে অপহরন করিবে বলিয়া হুমকি দিয়া আসিতেছিল। এরই ধারাবাহিকতায় উক্ত তারিখ ও সময়ে ঘটনাস্থল থেকে মনিষা সরকারকে মিরাজুল তাঁর সহযোগীদেরকে সাথে নিয়ে মাইক্রোবাস যোগে আসে, জোর পূর্বক টেনে হেঁচড়ে মাইক্রোতে তুলে নেয়ার সময় ভিকটিমের আত্মচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে দূর্বৃত্তরা দ্রুত ভিকটিমকে অপহরণ করে নিয়ে চলে যায়।পরবর্তীতে ভিকটিমের স্বামী রাজীব সরকার বাদী হয়ে গত (২৬ সেপ্টেম্বর ২০২৩) সে ৪ জনকে আসামি করে একটি অপহরণের মামলা দায়ের করেন মামলা নং ১৪/১৫৮।আসামিরা হলেন, ডি এম পি ঢাকা ২৯৪১ বাড্ডা উপজেলার মেরুনখোলা গ্রামের (দুর্গা মন্দিরের পার্শ্বে) আব্দুল মহিনুর মোল্লার পুত্রদ্বয় ১। মিরাজুল ইসলাম (২৮), ২। মোঃ সিরাজুল ইসলাম (২৫), মোঃ কাজলের স্ত্রী ৩। মোছাঃ হাসি (৪০), ৪। মোঃ কাজল (৪২)।বি ডি এম ডাব্লুর সভাপতি থানার অফিসার ইনচার্জ (ওসি)র, সাথে মোবাইল ফোনে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অতি দ্রুত ভিকটিমকে উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে।বি ডি এম ডাব্লুর সভাপতি এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
Discussion about this post