রুপন দত্ত –টানেল উদ্ভোধন এর মাধ্যমে আনোয়ারা -কর্ণফুলী উপজেলা বানিজ্যের কেন্দ্রস্থল হবে বলে উল্লেখ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন,বিএনপি জামাত এখনো স্বপ্ন দেখছে ক্ষমতায় এসে দেশে অস্থিরতা তৈরি করবে কিন্তু বাংলার মানুষ সে আশা পূরণ হতে দিবে না।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম নগরীর ভূমিমন্ত্রীর বাসায় আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ অনেক বছর পর আনোয়ারায় আসছেন। টানেল উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রাম শহর ও আনোয়ারা ওয়ান সিটি টু টাউনের দ্বার উম্মোচন করবেন দেশরত্ন শেখ হাসিনা। চট্টগ্রাম ছাড়াও আনোয়ারা ও কর্ণফুলী এই দুই উপজেলা শিল্প নগরীতে পরিণত হবে। শেখ হাসিনা আনোয়ারাসহ চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন করেছেন তাই আগামী ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল উদ্বোধনের পর আনোয়ারার এই জনসভায় মানুষ তাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসবেন।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী এবং কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামীগের সভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি শাহজাদা মহিউদ্দিন, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এসএম আলমগীর চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রণি, সদস্য ছিদ্দিক আহমদ বিক্রম, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমসহ জেলা, উপজেলা আওয়ামীলীগ, আনোয়ারা-কর্ণফুলীর ইউপি চেয়ারম্যানরা, যুবলীগ, স্বেচ্ছাসেবক, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
ভূমিমন্ত্রী তার বক্তৃতায় আনোয়ারা কেইপিজেট মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম জেলা, উপজেলা, পাড়া-মহল্লায় প্রতিটি এলাকায় প্রচারণা ও চট্টগ্রাম সহ দেশের উন্নয়নের বর্ণাঢ্য প্রচারের জন্য সকলস্তরের নেতা-কর্মীদের নির্দেশনা দেন।
Discussion about this post