অধিকার ডেক্স :নেই স্বামী বা পুত্র। আশ্রয় নিয়েছেন একমাত্র মেয়ের বাড়িতে। ভাগ্যের কি পরিহাস মেয়ের সংসারেও নেই আর্থিক স্বচ্ছলতা। জীবনের শেষ সময়ে অবহেলা এবং কষ্টে কোনোরকমে দিনযাপন করছিলেন নিয়তি চৌধুরী। পাথরঘাটা বান্ডেল রোড মেনেকা স্কুলের পিছনে বসবাসকারী ৮০ বছর বয়সী অসহায় এই বৃদ্ধ মহিলার খোঁজ পেয়ে পথের ফুল গ্রুপ আজ (১৪ অক্টোবর) শনিবার নিয়তি চৌধুরীর হাতে নিত্য প্রয়োজনীয় বাজার ও একমাসের প্রয়োজনীয় ওষুধপথ্য তুলে দেন। এছাড়াও চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাড়ই পাড়াস্থ দুই সনাতনী পরিবার হাতে শারদ বস্ত্র তুলে দেন পথের ফুল গ্রুপ।
পথের ফুল গ্রুপের সারথীরা বলেন, তখনই মানবতার স্লোগান পূর্ণতা পায়, যখন মানুষ হয়ে উঠে মানুষের সহায়। এই লক্ষ্যেই আমরা কাজ করে থাকি। যেসব মানুষগুলো কারণে কিংবা অকারণে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেসব মানুষের পাশে পথের ফুল গ্রুপ সহায়তার হাত বাড়িয়ে দিবে সবসময়।
এই সময় উপস্থিত ছিলেন পথের ফুল গ্রুপের এডমিন সুজন আচার্য্য,পরিচালক রাসেল দাশ,সদস্য অভি পাল,জুয়েল বড়ুয়া,শয়ন দাশ প্রমুখ।
Discussion about this post