মোহাম্মদ ওমরফারুক – চন্দনাইশ
চট্টগ্রামের চন্দনাইশে চোর সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাধীন বৈলতলী ইউনিয়নস্থ ২নং ওয়ার্ডের বুড়ির দোকান এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গণপিটুনিতে আহত ব্যক্তিকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।থানা পুলিশ কতৃক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
Discussion about this post