মোহাম্মদ ওমরফারুক- চন্দনাইশ :
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন চন্দনাইশের প্রতিমা শিল্পীরা। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে দেবী দুর্গার রূপ সুন্দর ও আকর্ষণীয় করার কাজ চলছে।চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ষ্ণুযশা চক্রবর্তী ও সদস্য সচিব কৃষ্ণ চক্রবর্তী জানায়, আগামী ২০ অক্টোবর সৃষ্টি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। ২১ অক্টোবর মহাসপ্তমী, ২২ অক্টোবর মহাঅষ্টমী, ২৩অক্টোবর মহানবমী অনুষ্ঠিত হবে। ২৪ অক্টোবর বিজয়াদশমী, এই দিন প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে পূজা শেষ হবে।সরেজমিনে চন্দনাইশের কয়েকটি মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন মূর্তি শুকানো ও রঙ তুলির আচরে কাজ করছেন শিল্পীরা। অনেকেই দেবী দুর্গার সৌন্দর্য্য বৃদ্ধিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন।শিল্পী মিন্টু পাল বলেন, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। শেষ মুহূর্তে দেবী দুর্গাকে রঙ তুলির মাধ্যমে সাজানোর কাজ করছি। আশা করছি কয়েক দিনের মধ্যে শেষ করতে পারবো।তিনি আরও বলেন, চন্দনাইশ পূজামণ্ডপ ছাড়াও এবার জেলা শহরে দুর্গাপূজায় ৫ মণ্ডপের প্রতিমা তৈরি করেছি। আশা করছি এতে বেশ লাভবান হবো। সংসারের যাবতীয় খরচ এর উপর নির্ভর করে। প্রায় ১০ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করছি। দেশের বিভিন্ন স্থানে আমি প্রতিমা তৈরির কাজ করে থাকি।এ বিষয়ে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব কৃষ্ণ চক্রবর্তী বলেন, উপজেলায় এবার ছোট বড় মিলিয়ে ১২৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিষ্ণুযশা জানান, শান্তির্পূণভাবে পূজা উদযাপনের জন্য পুলিশ, আনসার সদস্য প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবে।
Discussion about this post