মোহাম্মদ ওমরফারুক চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রাম পিপল’স হাসপাতালের পরিচালক চন্দনাইশ সৈয়দাবাদ গ্রামের কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমীর মোহাম্মদ মুছার ছোট ভাই বিশিষ্ট চিকিৎসক ডা.চৌধুরী আমীর মোহাম্মদ ফারুক (৫৪) বুধবার বিকাল ৩:২৫ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।পারিবারিকসূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী ভাই বোন ও ৩ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে যান। বুধবার বাদে এশা চট্টগ্রাম মেডিকেল কলেজ সেন্ট্রাল মসজিদে প্রথম এবং চন্দনাইশে নিজ গ্রামে আজ শুক্রবার সকাল ১১ টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে বলে জানা গেছে।
Discussion about this post