আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার:
ঝালকাঠির চরকুতুব নগর গ্রামের মৃত রাখাল চন্দ্র পালের পুত্র ধীরেন চন্দ্র পাল (৭০)এর পারিবারিক মনসা মন্দিরে গত (৭ অক্টোবর ২০২৩) ভোর অনুমান ০৫.০০ মিনিট সময়ে মন্দিরে থাকা মুর্তি ভাংচুর করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান, এজাহার ও ঘটনা সুত্রে জানা যায়, ধীরেন চন্দ্র মাটির হাড়ি পাতিল তৈরি করে বাজারে বিক্রয় করিয়া সংসার পরিচালনা করেন। ধীরেন “সনাতন ধর্মালম্বী হওয়ায় পারিবারিক ভাবে প্রার্থনার জন্য অনুমান ১৪/১৫ বছর পূর্বে নিজ বাড়ীর পূর্ব পাশে একটি মনসা মন্দির প্রস্তুত করে, জয়া, বিজয়া ও মা মনসা নামে মোট ৩টি প্রতিমা স্থাপন করে পুঁজার্চোনা করিয়া আসিতেছে। এমতাবস্থায় উক্ত তারিখ ও সময়ে ভাংচুরের শব্দ শুনিয়া ধীরেন ঘরের বাহিরে আসিয়া দেখে মাসুম খান ধারালো দা দিয়ে মন্দিরের টিনের দরজা কুপিয়ে ভাংচুর করিতেছে। তখন ধীরেন মাসুমকে বাধা দেওয়ার জন্য আগাইয়া গেলে, মাসুম দা উঁচু করে ধীরেনের দিকে এগিয়ে আসে ভয় পেয়ে ধীরেন ঘরে ঢুকে দরজা বন্ধ করে, জানালা দিয়ে দেখে মাসুম মন্দিরের দরজা ভেঙ্গে -ভিতরে প্রবেশ করে তাহার হাতে থাকা দা দিয়ে মূর্তি গুলি কুপিয়ে ভাংচুর করে অনুমান ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকার ক্ষতি সাধন করে এবং ভক্তদের দেওয়া প্রনামীর নগদ ১,৫০০/- টাকা চুরি করে নিয়ে ভাংচুরকৃত ২টি প্রতিমা জয়া ও বিজয়াদ্বয়কে ধীরেনের বাড়ীর পাশের সুগন্ধা নদীতে ফেলিয়া দেয়। উক্ত সময় ধীরেনের ডাক চিৎকারে স্থানীয়রা আগাইয়া আসিয়া মাসুমকে প্রতিরোধ করার চেষ্টা করিলে মাসুম তাহার হাতে থাকা দা দিয়ে ধীরেনের প্রস্তুতকৃত কিছু মাটির হাড়ি পাতিল ভাংচুর করে চলে যায়।
পরবর্তীতে স্থানীয়রা ঝালকাঠি থানা পুলিশকে সংবাদ দিলে, তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং মূর্তির ভাঙ্গা অংশ বিশেষ আলামত হিসাবে জব্দ করেন, পরে স্থানীয় জনগনের সহযোগীতায়, পুলিশ মাসুমকে ঝালকাঠির কলেজ খেয়াঘাট হইতে আটক করিয়া মাসুমের নিকট হতে মন্দিরের চুরি যাওয়া, ১,৫০০। টাকার মধ্যে, ১,১০০/- টাকা উদ্ধার করিয়া জব্দ করেন। মাসুমকে আটক করার সময় ধস্তাধস্তি করায় সামান্য আঘাত প্রাপ্ত হওয়ায় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে মাসুমকে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার বিষয়ে ধীরেন বাদী হয়ে উক্ত তারিখে, আটককৃত মোঃ মাসুম খান (৩৮)কে আসামি করে একটি মামলা দায়ের করেন, মামলা নং ০৪। ধারা, ৪৪৭,৪৪৮,২৯৫,৩৭৯,৪১১,৪২৭,৫০৬, পেনাল কোড।মোঃ মাসুম খান উপজেলার নুরুল্লাপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র
বি ডি এম ডাব্লুর সভাপতি জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) দের সাথে যোগাযোগ করলে ওনারা বিষয়টি নিশ্চিত করে জানান যে আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post