এম. সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম):চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ছরওয়ার কামাল (৮১) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেছেন উপজেলা প্রশাসন। রোববার (৮অক্টোবর) রাত ৯টার দিকে পদুয়া ছগিরা পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শুরুর পুর্বে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ ও লোহাগাড়া থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় এই বীর মুক্তিযোদ্ধার কফিনে উপজেলা প্রশাসন ও লোহাগাড়া মুক্তিযুদ্ধ সংসদের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জানাজা শেষে যথাযোগ্য মর্যাদায় ছগিরা পাড়া জামে মসজিদের পাশে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। জানাজায় বীর মুক্তিযোদ্ধা মরহুম ছরওয়ার কামালের ছোট ভাই পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট হুমায়ন কবির রাসেল, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম , পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের আত্মীয়-স্বজনও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল (৮১) রবিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যু কালে তিনি ১ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ভারতের দেমাগ্রী ক্যাম্পের কমান্ডার ছিলেনএবং অবিভক্ত চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করেন।
Discussion about this post