রুপন দত্ত –দেশীয় খাবারের রেস্টুরেন্ট ভোজনবাড়ি নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে।আনোয়ারা উপজেলার চাতুরী চৌমহনী বাজারের দক্ষিণ পাশে বঙ্গবন্ধু টানেল এপ্রোচ সড়কের মুখে এই রেস্টুরেন্টটির উদ্ভোধন করা হয়। টানেল পরিদর্শনে আসা লোকজনের সুবিধার কথা মাথায় রেখে গতকাল শুক্রবার বিকালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন করা হলো ভোজনবাড়ি রেস্টুরেন্টির। দেশীয় খাবারের সকল আয়োজন থাকবে ভোজন বাড়ী রেস্টুরেন্টে।
এসময় উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াছিন হিরু, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসিম কুমার দেব, জুঁইদন্ডী ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ ইদ্রীস, ব্যবসায়ী খায়ের আহমদ, বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মাহতাব হোসেন জুয়েল সহ আরো অনেকে।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো ইয়াছিন হিরু বলেন, এখানে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। সবার সাধ্যের মধ্যেই খাবারের মূল্য নির্ধারন থাকবে। সব শ্রেণির মানুষ এখানে নিজস্ব পছন্দের খাবার পাবে। প্রতি সোমবার থাকবে মেজবানি খাবারের বিশেষ আয়োজন।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল শেষে দুই শতাধিক মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়।
Discussion about this post