আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার:শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হোপ ফর চিলড্রেন (HFC) এর আয়োজনে কালামপুর স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার। এ ছাড়া আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহমুদ ইসলাম সাবি, সহকারী প্রধান শিক্ষক জালাল উদ্দীন। অপর দিকে উপজেলার রানীগঞ্জ সরকারি ২য় দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিবস টি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক -শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালি বের করে রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটির সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা লায়লা আন্জুমান আরা, সহকারী শিক্ষক কালাম আখতার জামিল, শিক্ষার্থী মৃত্তিকা মোহন্ত প্রমূখ।দিবস উপলক্ষে দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এবং উপহান দেয়। এ ছাড়া ঘোড়াঘাট সরকারি কলেজ, রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল ( ডিগ্রি) মাদ্রাসা, দেওগাঁ রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঘোড়াঘাট রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ডুগডুগি হাট উচ্চ বিদ্যালয়,হরিপাড়া উচ্চ বিদ্যালয়,চেচুড়াঁ উচ্চ বিদ্যালয়, রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন, রামপুর টুব ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
Discussion about this post