আমিনুল ইসলাম রুবেল -চন্দনাইশ:চন্দনাইশে গাউছিয়া কমিটির বাংলাদেশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গাউছিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে “আগামী শনিবার দুপুরে অনুষ্ঠিতব্য রাহামাতুল্লি আলামিন কনফারেন্স” সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে সূচিয়া স্থানীয় কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ (মাঃজিঃআ)। সম্মেলনে আলাদা মাঠে প্রায় পঞ্চাশ হাজার নারী- পুরুষ উপস্থিত হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে লিখিত বক্তব্যে জানান। লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্স প্রস্থুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, মাওলানা সোলাইমান ফারুকী,আবুল কাশেম আনছারী,মো.নজরুল ইসলাম,মোজাম্মেল হক,মোরশেদুল আলম,জি এম শাহাদাত হোসেন মানিক,উসমান শাহাদত প্রমুখ। লিখিত বক্তব্যে জানান,আগামী ৭ অক্টোবর শনিবারে গাউছিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার ব্যবস্থাপনায় পাঠানদন্ডী সূচিয়া জহির ফিলিং স্টেশন সংলগ্ন ময়দানে ঈদ-এ-মিলাদুন্নবী (দরুদ) উপলক্ষে রহমাতুল্লিল আলামীন কনফারেন্স অনুষ্ঠিত হবে। উক্ত কনফারেন্স বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে প্রায় পঞ্চাশ হাজার নারী-পুরুষ আলাদা আলাদা মাঠে উপস্থিত থাকবেন। বাদে জোহর থেকে পবিত্র কোনআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। উক্ত কনফারেন্স সফল করার জন্য ২১ টি উপকমিটি গঠন,৩শত স্বেচ্ছাসেবক,৫০জন আনজুমান সিকিউরিটি ফোর্স ও ২০ জন পুশিল কর্মকর্ত নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে থাকবে।
Discussion about this post