অধিকার ডেক্স:পবিত্র রবিউল আওয়াল উপলক্ষ্যে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির উদ্যোগে রাসুল (সা.) এর জীবনী নিয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ম্যানচেস্টার স্থানীয় সময় বাদ ইশা ম্যানচেস্টার শাহজালাল মসজিদে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
মাহফিল পরিচালনা করেন ম্যানচেস্টার শাহ- জালাল মসজিদে ঈমাম মৌলানা খায়রুল হুদা খান। দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্তিত ছিলেন ম্যানচেস্টার ভিক্টোরিয়া মসজিদের ঈমাম হাফেজ উজেত।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্তিত ছিলেন, সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, সেক্রেটারী ইব্রাহিম খলিল ইবু, অ্যাডভোকেট মীর শহীদ, অ্যাডভোকেট লাবলু কাদের, মোঃ নাসির,
শোয়েব মাহমুদ জগনু, মনির হোসেন রিপন, এহসানুল শাহ, জাহেদ শাহ, ফখরুল ইসলাম, রিয়াদ উদ্দিন, মৌলান সৈয়দ জামাল, মোঃ মহিউদ্দিন হুমায়য়ুন আকবর, ইউসুফ জামান, কামাল খান, নাসির চৌধুরী প্রমুখ।
মাহফিলে ইসমালী সংগীত পরিবেশনা করেন নজরুল ইসলাম ও ইহসান শাহ। মিলাদ মাহফিলে নবীজির জীবনে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। পরে দেশ ও প্রবাসীদের শান্তি কামনায় চট্টগ্রাম সমিতির সফলতা কামনা করে মুনাজাত করা হয়।
Discussion about this post