অধিকার ডেক্স:চট্টগ্রামের ৫ জন রাজনীতিবীদকে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য করা হয়েছে।বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এ কমিটি অনুমোদন করেন।
এতে চেয়ারম্যান করা হয় প্রফেসর ড. খন্দকার বজলুল হককে। সদস্য সচিব করা হয় দেলোয়ার হোসেনকে।এ কমিটিতে সদস্য করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে।এছাড়া সদস্য করা হয়েছে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাবরিনা চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ’র কন্যা সাবরিনা চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম মহানগরের প্রতিষ্ঠাতা সদস্য সচিব আমিনুল হক বাবু।
Discussion about this post