রুপন দত্ত –আনোয়ারা পুলিশের বিশেষ অভিযানে ৫শ লিটার মদ, মাদক পরিবহনের সাথে জড়িত একটি মিনি ট্রাকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আজ বুধবার (০৪ অক্টোবর ) দুপুরে বটতলী রুস্তুমহাট রোড থেকে তাদেরকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামের মোঃ সাদিকের পুত্র মোহাম্মদ নাজির (৩৮) বান্দরবান জেলার শোয়ালক বাজার এলাকার মোঃ হোসেনের পুত্র নুরুল আলম (২৬) ও মোঃ সোনা মিয়ার পুত্র মোঃ জাহেদ (২১)।
গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার পুলিশের এস আই মিন্নাত আলী ও রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল বটতলী রুস্তুমহাট রোডে অভিযান চালায়। অভিযানে ৫শ লিটার মদ, একটি মিনি ট্রাকসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ী ও মিনি ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ জানান আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হবে।
Discussion about this post