আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার:
দিনাজপুরের ঘোড়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব সার্বজনীন দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর ২০২৩) বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট পৌর মেয়র আবদুস সাত্তার মিলন, থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, সাজ্জাত হোসেন, ঘোড়াঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক সরকার। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন চন্দ্র সরকার, বীরমুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র রায়, প্রতিটি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
Discussion about this post