ঢাকার ধামরাইয়ে একদিনেই মারা গেছেন রনাঙ্গনের দুই সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (৮০) ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ (৭০)।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ নিজ বাড়িতে তারা মারা যান বলে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান।
মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বাউজা গ্রামের বাসিন্দা। তিনি বকচর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের কুশুরা গ্রামের বাসিন্দা। তিনি গত কয়েকবছর ধরেই চোখের সমস্যায় ভুগে অন্ধ হয়ে গেছিলেন।
কমান্ডার আব্দুর রহমান বলেন, তারা দুইজনই আমাদের রনাঙ্গনের সহযোদ্ধা ছিলেন। ধামরাইয়ে কালামপুর, কুশুরা, আমছিমুরে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন তারা।
‘বার্ধক্যজনিত কারণে একে একে সবাই চলে যাচ্ছেন। আজকেও আমরা দুইজনকে হারালাম। তাদের শ্রদ্ধায় ঢাকা থেকে পুলিশের বিশেষ দল এসে গার্ড অফ অনার দেয়। পরে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর মো. আব্দুর রহমানসহ মুক্তিযোদ্ধারা।
অধিকার /সাই?রুডি
Discussion about this post