মোহাম্মদ ওমরফারুক- চন্দনাইশ :১২ ই রবিউল আউয়াল উপলক্ষে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরিস্হ হযরত শাহ শূফি মওলানা নাদেরুজ্জমান( রহ:) এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের সবক এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শাহজাদা আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাঠিয়েডেঙ্গা দরবার শরীফ এর পীর সাহেব হজরত মৌলানা মুজিবুল হক জাহাগিরি।
বিশিষ্ট সমাজ সেবক জনাব আলী আজম,মুহিম উদ্দীন,বরকল এস জেড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফরহাদ হোসেন,সহকারী শিক্ষক জবাব ইউসুফ স্যার,দক্ষিণ বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জালাল আহমেদ, সহকারী শিক্ষক মামুন আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ি বদিউল হক,হুমায়ুন কবীর, দক্ষিণ বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমির হোসেন,সড়ক ও জনপদ অধিদপ্তরের সাবেক পরিচালক ইন্জিনিয়ার মোহাম্মদ শফিউল্লাহ, যুব এল ডি পির সভাপতি সাইফুল ইসলাম খান সহ প্রমুখ।
Discussion about this post