আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) অস্থায়ী কার্যালয় আগুনে পুড়েছে। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কক্ষে হঠাৎ আগুন দেখতে পান লোকজন। পরে আশপাশের লোকজন এসে আধঘণ্টার চেষ্টায় আগুন নেভান। ততক্ষণে পরিষদের একটি ফটোস্ট্যাট মেশিন, দুটি প্রিন্টার, একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরাসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।
বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এতে পাঁচ লাখ টাকার জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
অধিকার /রুডি
Discussion about this post