আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার:
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে এসএমসি ( বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটি) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু। উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠত্বের ২য় বার পুরস্কার জিতেছিলেন তিনি।কোভিড-১৯ পরবর্তী সময়ে দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন। নিয়মিত সকালে ছুটে যান দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কোমলমতি শিশুদের আকৃষ্ট করতে বিভিন্ন শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে আসতেছেন। শিক্ষা উপকরণ হিসেবে উপহার দেন গরীব অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, টিফিন বক্স, শিক্ষা উপকরণসহ নানা খেলার সামগ্রী। তিনি ১৯৭৩ সালে উপজেলার রানীগঞ্জ নুরপুর গ্রামে সম্ভ্রান্ত সনাতন পরিবারে জন্ম গ্রহন করেন। শিক্ষানুরাগী মনোরঞ্জন মোহন্ত ভুট্টু ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাবেক আহবায়ক ও রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন। জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি শাকিল আহমেদ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব হোসেন আলী স্বাক্ষরিত ফলাফলের তালিকা নিশ্চিত করে এ তথ্য জানিয়েছেন ঘোড়াঘাট উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম । দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত শ্রেষ্ঠ সভাপতি মনোরঞ্জন মোহন্ত বলেন, কোমলমতি শিশুদের ক্লাসে গিয়ে কথা বলা শিশুদের সঙ্গে মেশা আমার এক আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি নিয়মিত দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই মুক্তিযুদ্ধের গল্প শোনাই এবং তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধের বই উপহার দেই কারণ আজকের দিনের এই শিশুরা আগামীতে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে বলে আমি আশাবাদী। আমার এই পুরস্কার আগামিতে আমাকে ভালো কাজে আরো উৎসাহ জোগাবে।
Discussion about this post