মোহাম্মদ ওমরফারুক- চন্দনাইশ :
চট্টগ্রামের চন্দনাইশে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহনকৃত কোটি কোটি টাকার সম্পদ বেদখলে পড়ে রয়েছে। জানাযায় চট্টগ্রাম আরকান মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট থেকে চন্দনাইশ বরকল হয়ে চট্টগ্রাম শহরস্থ আনোয়ার বাশঁখালী সড়কের কালামিয়া দীঘির নামক স্থানে সংযুক্ত সড়ক বিভাগের এ সড়কটি। বিগত বিএনপি সরকারের আমলে সাবেক যোগাযোগ মন্ত্রী কর্নেল অব: অলি আহমদ বীর বিক্রম চন্দনাইশ বরকল সড়কটির দুই পার্শ্বের জায়গা অধিগ্রহন করে সড়ক ও জনপথ বিভাগে অন্তর্ভূক্ত করা হয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভূমিমালিকরা টাকা নিয়ে এখনো তাদের ভোগ দখলে রেখে অধিগ্রহনকৃত সওজের জমিতে দোকান ঘর নির্মাণ করে রমরমা ব্যবসা বাণিজ্য করে আসছে। সড়ক বিভাগের এসব অধিগ্রহনকৃত জায়গায় গড়ে তোলা হয়েছে দ্বিতল ভবন এবং বিভিন্ন দোকান পাট। জায়গা বা ভূমি মালিকরা টাকা নিয়েও ভোগদখলে করে আসলে ও কোটি কোটি টাকার সম্পদ সড়ক বিভাগের বেদখলে পড়ে থাকলে ও কারো কোন নজর দারি নেই বললেই চলে। এদিকে আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ট্যানেল শুভ উদ্বোধনে মাধ্যমে জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা। এমনি মুহুর্ত্বে চন্দনাইশ বরকল সড়কের সাতঘাটিয়া পুকর পাড় দিয়ে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীসহ পথ পথচারী জনগণকে। দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সুমন সিংহ বলেন , সড়ক বিভাগের অধিগ্রহনকৃত জায়গায় নির্মিত দোকানপাট যতা শিগগির দখলমুক্ত করে সড়কের কাজ সংস্কার করা হবে।
Discussion about this post