রুপনদত্ত –আগামী ২৮শে অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন শেষে আনোয়ারা প্রান্তে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাইনা ইকোনমিক জোনের ভিতরে খালি স্থানে প্রাথমিকভাবে ওই সুধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ওই মাঠ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) মন্ত্রী হাইলধর খাসখামা বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এর পর তিনি প্রধানমন্ত্রীর সুধী সমাবেশের এই স্থান পরিদর্শনে যান।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বটতলী ইউনিয়নের চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মালেক, বারশত ইউনিয়ন চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বৈরাগ ইউনিয়ন চেয়ারম্যান নোয়াব আলী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদোনুল করিম সায়েম, ব্যক্তিগত সহকারী অ্যাড. ইমরান হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জসীম উদ্দিন প্রমুখ
Discussion about this post