এম. সাইফুল্লাহ চৌধুরী,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃচট্টগ্রামের লোহাগাড়ায় বেসরকারী হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সরকারী নির্দেশনা অনুযায়ী উপজেলার বেসরকারী হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করণে উপজেলা সদরের মা মনি হাসপাতাল পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ জানান,সরকারী নির্দেশনা অনুযায়ী লাইসেন্সবিহীন বেসরকারী হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে যাচ্ছি। আজকেও বিভিন্ন কার্যক্রম পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের জন্য মা মনি হাসপাতাল পরিদর্শন করেছি। হাসপাতালের প্যাথলজি, কেবিনসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে কঠোরভাবে নির্দেশনা প্রদান করেছি। পর্যায়ক্রমে সব হাসপাতাল পরিদর্শন করে তাদের বৈধ কাগজপত্র দেখবো এবং অনিবন্ধিত হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
Discussion about this post