রুপন দত্ত –সাজা এড়াতে মোহাম্মদ ইসমাইল ও আব্দুর নুর ১০ বছর পালিয়ে ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি তাদের।বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে আনোয়ারা পুলিশ।
জানা যায় ১৯৯০ সালে কক্সবাজারের টেকনাফ থানায় একটি মাদক মামলায় ২০১৩ সালে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এই গ্রেফতার এড়াতে তারা এতো বছর পালিয়ে ছিল। গ্রেফতারকৃত ইসমাইল উপজেলার চুন্নাপাড়া গ্রামের বদরুজ্জামানের ছেলে ও আব্দুর নুর উত্তর সরেঙ্গা গ্রামের মো. মুসার ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালে টেকনাফ থানার একটি মাদক মামলায় আদালত পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। সাজা এড়াতে তারা ১০ বছর পালিয়ে ছিল।
Discussion about this post