রুপন দত্ত :চট্টগ্রামের আনোয়ারায় ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা-২০২৩ এর ফুটবল খেলায় হেরে মঞ্চের চেয়ার ভাংচুর করেছে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলার মেরিন একাডেমি স্কুল এণ্ড কলেজের কাছে ১-০ গোলে হারার পর ক্ষুব্ধ হয়ে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই চেয়ার ভাংচুর করার কাণ্ড ঘটান।
জানা যায়, আজকের খেলার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মেরিন একাডেমি স্কল এণ্ড কলেজের মুখোমুখি হয় চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়। এসময় খেলা চলাকালীন পুরো সময়জুড়ে মেরিন একাডেমির খেলোয়াড়দের নানান ভাবে উত্ত্যক্ত করতে দেখা যায় চাতরীর স্কুলের দর্শকদের। পরে খেলায় ১-০ গোলে হারার পর মেরিন একাডেমির খেলোয়াড়দের উদযাপন করতে দেখে মেজাজ হারায় চাতরী স্কুলের খেলোয়াড়েরা। এসময় তারা ক্ষিপ্ত হয়ে মঞ্চের চেয়ারগুলো ভাংচুর করে।
মেরিন একাডেমি স্কুল এণ্ড কলেজের এক শিক্ষক জানান, খেলার শুরুতে চাতরী স্কুলের দু’জন খেলোয়াড় নিয়ে আমরা আপত্তি করি। আপত্তির ভিত্তিতে তাদের একজনকে খেলা থেকে বাদ দেওয়া হয়। এনিয়ে ক্ষিপ্ত হয়ে তারা এমন কাজ করেছে।
এবিষয়ে আনোয়ারা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন জানান, খেলার শুরুতে বয়স বেশি হওয়ার কারণে চাতরীর এক খেলোয়াড়কে বাদ দেওয়া হয়। এটা নিয়ে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর। চাতরীর শিক্ষার্থীরা চেয়ার ভাংচুর করে। এবিষয়ে তাদের প্রধান শিক্ষক, চাতরী ইউপি চেয়ারম্যান এবং জড়িত শিক্ষার্থীদের ইউএনও মহোদয় ডাকিয়েছেন। তাদের প্রধান শিক্ষক এই বিষয়ে অনুতপ্ত হয়েছেন এবং আগামীকাল জড়িত শিক্ষার্থীদের অভিভাবকসহ তাদের ইউএনও মহোদয় ডেকেছেন।
Discussion about this post