রুপন দত্ত –চট্টগ্রামের আনোয়ারায় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,২০২২ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ অডিটোরিয়াম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল্লাহ আল মুমিন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম. ছরোয়ার হোছাইন।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সহকারী শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য্য , আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও আনোয়ারা সদর ইউনিয়নের ইউপি সদস্য সুমন মিত্র , বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নাজনীন নাহার ও সহকারী শিক্ষক সোমা গুহ।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি ২০২২ সনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৮ জন শিক্ষার্থীর সংবর্ধনা দেয়া হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
Discussion about this post