রুপন দত্ত :আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
শনিবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন।
এসময় তিনি পুরো হাসপাতাল ঘুরে দেখেন। এবং হাসপাতালের রুমগুলো মেরামতের জন্য হেলথ ইন্জিনিয়ারিং ডিপার্ট্মেন্টের সাথে কথা বলেন। পরে হাসপাতালের ভেতর এবং হাসপাতাল গেইটে সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন পার্কিং এর বিষয়টি অপসারণ করেন৷
পরিদর্শন শেষে তিনি বলেন, এই হাসপাতালে সুপেয় পানির সংকট রয়েছে। বিষয়টি নিয়ে আমি জেলা মিটিং এর মধ্যে আলোচনা করেছি। পরবর্তীতে উপজেলা পরিষদের অর্থায়নে এখানে একটা সুপেয় পানির প্ল্যান্ট বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ মামুনুর রশীদসহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post