এম. সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়াঃ
লোহাগাড়ার বড়হাতিয়ায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা কবির আহমদ। বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, রিটন বড়ুয়া রোনা, শাহাবুদ্দিন, আমিন শরীফ ও আবদুল কুদ্দুছ প্রমুখ। চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ কর্মীরা সবসময় বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে ছিল, আছে ও থাকবে। তিনি এই ধরনের সহযোগিতা ভবিষ্যতেও থাকবে বলে জানান। এই সময় দলীয়কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post