আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টারঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সাথে উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক একরামুল হক, সাংবাদিক মোকলেছুর রহমান, সাংবাদিক গাফ্ফার প্রধান, ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক আনভিল বাপ্পি, মানবাধিকার ইউনিটের সাধারণ সম্পাদক ও অধিকার ২৪ এর রিপোর্টার মোঃ আব্দুর রাজ্জাক,ভোরের কাগজ প্রতিনিধি শহিদুল ইসলাম আকাশ, মোহনা টিভি প্রতিনিধি সামসুল ইসলাম সামু, এশিয়ান টিভি প্রতিনিধি সুলতান কবির, সাংবাদিক ফরিদুল ইসলাম, আবু সুফিয়ান, মনোয়ার বাবু সহ আরও অনেকে।
শেষে নবাগত ইউএনও উপজেলার বিভিন্ন এলাকার নানা ধরনের সমস্যা ও সমাধান সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
Discussion about this post