আব্দুর রাজ্জাক, সিনিয়র রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জে কাকলাশ গ্রামের ছাদেক মাতুব্বরের পুত্র মশিয়ার মাতুব্বর (৩৫) এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান, এজাহার ও ঘটনা সুত্রে জানা যায় উপজেলার ৪ নং নিয়ামতপুর ইউপির রঘুনাথপুর গ্রামের রাজ কুমার দাসের স্ত্রী চিন্তা রানী দাস (৪৫) উক্ত মশিয়ারের বাড়ীতে কাজের বুয়া হিসেবে কাজ করত, এরই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় গত (৩ সেপ্টেম্বর ২০২৩) ভিকটিম উক্ত বাড়ীতে গৃহস্থালির কাজ করারত অবস্থায় বাড়ীতে কেউ না থাকার সুযোগে দুপুর অনুমান ১২.০০ মিনিট সময়ে বাড়ীর মালিক মশিয়ার জোর পূর্বক জাপটে ধরে ঘরের খাটের উপর নিয়া ধর্ষণ করে, যার ফলে ভিকটিম অসুস্থ হয়ে পড়েন, এবং পরবর্তীতে ভিকটিম তার নিজ বাড়িতে আসিয়া উক্ত ঘটনার বিষয়ে পরিবারের লোকজনকে জানাইলে তখন পরিবারের লোকজন ভিকটিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করান।
উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের পুত্র অমিত দাস (২৩) বাদী হয়ে বাড়ীর মালিক মশিয়ার মাতুব্বর কে আসামি করে নারী শিশু নির্যাতন দমন আইনে গত( ৩ সেপ্টেম্বর)কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং ০৬ ।
বি ডি এম ডাব্লুর সভাপতি জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি)র নিকট ঘটনার বিষয় জানতে চাইলে ওনারা বলেন থানায় মামলা নেওয়া হয়েছে আসামিকে গ্রেফতারের অভিযান চলমান আছে ।
বি ডি এম ডাব্লুর সভাপতি এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
Discussion about this post