এম. সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়াঃ
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম । উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে আয়োজিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ বিপিএম । অফিসার্স ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম চলতি বছর ১৯ জুলাই লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ( ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। থানায় যোগদানের পর কৃতিত্বের সাথে কাজ করে মাদক, ছিনতাই, চুরি ও চুরিকৃত মালামাল উদ্ধারসহ বেশ কিছু মামলার আসামি ও অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, কাজের স্বীকৃতি পাওয়াটা আনন্দের। স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে, আনন্দ পাওয়া যায়। উল্লেখ্য,ওসি রাশদুল ইসলাম ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক পদে প্রথমে যোগদান করেন। ২০১৯ সালে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক হিসেবে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং, পতেঙ্গা, ইপিজেড, বায়েজিদ থানায় দায়িত্ব পালন করেন।
Discussion about this post