সিনিয়র রিপোর্টার- মোঃ আব্দুর রাজ্জাক :
নড়াইলের লোহাগড়ার কল্যানপুর গ্রামের সুফল কুমার বিশ্বাসকে তাঁর নাবালক পুত্র সুদেব বিশ্বাস (১২) এর সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান, এজাহার ও ঘটনা সুত্রে জানা যায়, সুফল কুমার তাঁর নাবালক পুত্র সুদেবকে সাথে নিয়ে গত (১৭ আগস্ট ২০২৩) বিকালে উক্ত গ্রামের শশ্মানের পশ্চিম পাশে বর্গাকৃত জমির কাঁচাপাট বহন করার উদ্দেশ্যে পাটের জমিতে যায় এবং পিতা পুত্র মিলে কাঁচাপাট মাথায় করিয়া বহন করে মেইন রোডে আনতে থাকে, পিতা পুত্র জমি থেকে পাট বহনকালে উক্ত গ্রামের দক্ষিণ দিকে ব্রিজের পশ্চিম পাশে শশ্মান গামী রাস্তার পুর্বপাশে কাঁচারাস্তার উপর পৌঁছা মাত্র রুবেল শিকদার গংরা সামন থেকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত কাটা হাড়ভাঙ্গা জখম করে তখন সুফল কুমার মাটিতে পড়ে যায় উক্ত সময় নাবালক পুত্র বাবাকে আগাইতে গেলে দূর্বৃত্তরা নাবালক পুত্রকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং সুফলকে মারপিট করতে থাকে উক্ত সময় পিতা পুত্রের আত্মচিৎকারে আশেপাশে থাকা লোকজন ঘটনাস্থলের দিকে আগাইয়া আসিলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পরবর্তীতে সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস (৩৫)খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় সুফল কে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে, ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে, উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন, তাৎক্ষণিক ভাবে ভিকটিমকে এ্যাবুলেন্স যোগে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত (১৮ আগস্ট ২০২৩) মারা যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উক্ত ঘটনার বিষয়ে নিহতের স্ত্রী সোনা রানী বিশ্বাস (৩৫) বাদী হয়ে গত (১৯ আগস্ট ২০২৩) ৪ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, মামলা নং ১৪/১৮৩।
আসামিরা হলেন, উপজেলার একই গ্রামের রোস্তম শিকদারের পুত্রদ্বয় ১। রুবেল শিকদার (২৮),২। মোঃ তমাল শিকদার (২৪), মৃত খালেক শিকদারের পুত্র ৩। রোস্তম শিকদার (৫৬), রোস্তম শিকদারের স্ত্রী ৪।নাজমিন বেগম (৫০)।
বি ডি এম ডাব্লুর সভাপতি থানার তদন্ত কারি অফিসার অমিত কুমার বিশ্বাস এর নিকট মোবাইল ফোনে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন ৪ জন আসামির মধ্যে ১, ২ নং আসামি পলাতক, ৩ নং আসামি মো: রুস্তম শিকদার ও ৪ নং আসামি নাজমিন কে গ্রেফতার করা হয়েছে। এই দুই জনের রিমান্ড চাওয়া হবে আদালতে।
আরও জানা যায়, ইতি পূর্বে রোস্তম শিকদারের মেয়ে লিমা খাতুন (২৪) এর সাথে নিহতের বিভ্রান্ত প্রেমের সম্পর্কের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লোহাগড়া থানায় নিহত সুফলের বিরুদ্ধে মামলা দায়ের করেন, নিহত সুফল উক্ত মামলায় জামিনে ছিলেন।
বি ডি এম ডাব্লুর সভাপতি এহেন নিসংশখুনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
Discussion about this post