ঢাকার ধামরাইয়ে তেলবাহী ট্রাকের চাপায় শুভ যাত্রা পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে যায়। এতে বাসের চালকসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে কালামপুর বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকাগামী শুভ যাত্রা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় তেলবাহী একটি ট্রাক চাপা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে চালক, শিশু যাত্রীসহ ১০ জন আহত হয়।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছি।
অধিকার /সাই/রুডি
Discussion about this post