রুপন দত্ত – আনোয়ারায় রাতের আধাঁরে ডিবি পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে নগদ ৬০ হাজার টাকা ও তিনটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ আগস্ট) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীম এর সাথে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। শামীম স্থানীয় নুরুল ইসলামের ছেলে। এসময় ছিনতাইকারীদের মারধরে শামীমের সঙ্গে থাকা আরো একজন আহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ারা থানায় অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।
ছিনতাইয়ের শিকার সাইফুল ইসলাম শামীম বলেন, রাত ১টার পর ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি যাওয়ার পথে শিলাইগড়া গ্রামের সড়কে মাইক্রোবাস নিয়ে ৮ জন লোক আমাদের গতিরোধ করে। তাদের ৬ জনের হাতে অস্ত্র ছিল। তারা নিজেদের ডিবির লোক পরিচয় দিলে আমি থানার ওসির সঙ্গে কথা বলতে বলি। এরপর তারা আমার গাড়ি চালকসহ আমাদের তিনজনকে পাশে আনোয়ারের মুরগির ফার্মের টিন শেড ঘরে নিয়ে হাত-পা বেঁধে আমার সঙ্গে থাকা নগদ ৬০ হাজার টাকা ও তিনটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এসময় আমার সঙ্গে থাকা রিফাত নামে একজনকে মারধর করে। পরে তারা চলে গেলে আমরা হাতের বাঁধন খুলে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমের প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ বিষটি তদন্ত করছে।
Discussion about this post