রুপন দত্ত :চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিলপুর গ্রামে এক হতদরিদ্র কৃষকের চার গরু চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে আনোয়ারা সদরের বিলপুর ৯ নং ওয়ার্ডের ইউছুফ আলী মেম্বারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কামাল উদ্দিন জানান, বসতঘরে সাথে লাগানো গোয়ালঘর। প্রতিদিনের মতো রাত দুইটার দিকে গোয়ালঘরে গরু দেখে তালা লাগিয়ে ঘুমিয়ে যাই। রাত পৌনে তিনটার দিকে প্রচন্ড বৃষ্টি শুরু হলে গোয়ালঘরে গিয়ে দেখি ৪টি গরু সব চুরি হয়ে গেছে। চুরি যাওয়া গরু ৪ টির আনুমানিক মূল্য ৫ লাখ টাকা বলে তিনি জানান।
এই বিষয়ে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এস আই কাউসার হুসাইন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি। সে অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post