অধিকার ডেস্ক:চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, শেখ মুজিব মানেই বাঙ্গালির মৃত্যুঞ্জয়ী চেতনা। জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। জাতির পিতা আমাদের শিখিয়ে গেছেন কীভাবে ঝড়—ঝঞ্ঝা—বিক্ষুব্ধ পথে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে চলতে হয়, অধিকার আদায় করে নিতে হয়, নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয়।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আমাদের চলার পথ কখনই মসৃণ নয়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়া বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। এ জন্য সমগ্র দেশবাসীকে উদ্বুদ্ধ করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে কোতোয়ালী থানা ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে।
শুক্রবার (২৫ আগষ্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে কোতোয়ালী থানা ছাত্রলীগের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিম আল শাহরিয়ার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব, ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য জাবেদুল আলম সুমন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মিথুন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোতোয়ালী থানা ছাত্রলীগের সহ সভাপতি দেবাশীষ দস্তিদার, ইমরান শুভ, আবু তৈয়ব মিজান, মো. কামাল হোসেন, ইরফান দোভাষ, আহাদ মাহমুদ শুভ, সৌরভ বিকাশ বড়–য়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম সামিন, যুগ্ম সাধারণ সম্পাদক তাসিফুল আলম সাজিদ, ফয়সাল ফাহিম, দপ্তর সম্পাদক দ্বীপ কর্মকার, সাংগঠনিক সম্পাদক রবিন দে, আতিকুর রহমান, দুর্জয় চৌধুরী, ইস্তিব আহমেদ আকাশ, সম্পাদক মন্ডলীর সদস্য আবদুল্লাহ আল মামুন, ইশরাক দোভাষ, অন্জন দাশ মিনহাজুল আবেদীন মিরাজ, উপ সম্পাদক স্বাগতম নন্দী, নয়ন শীল নয়ন, সহ সম্পাদক অতিন্দ্রীয় আচার্য্য প্রমুখ।
Discussion about this post