আনোয়ারা প্রতিনিধি :গীতার আলো ছড়াতে বাগীশিপ এক অনন্য ভ্যানগার্ড।মানব জীবনকে সুপথে পরিচালিত করতে শ্রীমদ্ভগবদগীতা আমাদেরকে পথ দেখায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত শাশ্বত বাণী শ্রীমদ্ভগবদগীতার প্রচার ও প্রসারের মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মানে বাগীশিপ নিরলস কাজ করে যাচ্ছে। গীতার আলো ছড়াতে বাগীশিপ এক অনন্য ভ্যানগার্ড। শুক্রবার (২৫ আগস্ট ২০২৩) আনোয়ারা উপজেলাধীন কেঁয়াগড় রাধামাধব গীতা শিক্ষালয় পরিদর্শনকালে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-আনোয়ারা উপজেলা শাখার নেতৃবৃন্দ এই কথাগুলো বলেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-আনোয়ারা উপজেলা পরিষদের সহ-সভাপতি সাংবাদিক রূপন দত্ত, সাধারণ সম্পাদক সাংবাদিক সুশান্ত শীল, সহ-সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট গীতা সংগঠক সন্তোষ চক্রবর্ত্তী (সাবেক মেম্বার), অর্থ সম্পাদক মাস্টার সিন্টু কুমার রুদ্র, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার অরুণ গুপ্ত, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গৌতম দত্ত এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ চক্রবর্তী, কেয়াঁগর রাধা মাধব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরিমল দত্ত, গীতা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রূপেশ দত্ত, সাধারণ সম্পাদক দিবাকর সিকদার, সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপদ দত্ত প্রমুখ।
Discussion about this post