রুপন দত্ত –
আনোয়ারায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতি ও মূল্য তালিকা না থাকায় ১০ মামলায় ১০টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ আগস্ট) বিকাল ৫ টায় জয়কালী বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
এ সময় অধিক মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা না রাখা, বাজার অস্থির করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই জরিমানা করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের বলেন, জয়কালী বাজারে ১০ দোকানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Discussion about this post